Showing posts with label Bangla. Show all posts
Showing posts with label Bangla. Show all posts

Saturday, March 2, 2019

আবার আসিব ফিরে - জীবনানন্দ দাশ

আবার আসিব ফিরে



জীবনানন্দ দাশ ১৭ ফেব্রুয়ারী, ১৮৯৯, বরিশাল -  ২২ অক্টোবর, ১৯৫৪, কলকাতা, ভারত)


আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে - এই বাংলায় 
হয়তো মানুষ নয় - হয়তো বা শাঁখচিল শালিকের বেশে, 
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিঁকের নবান্নের দেশে 
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়। 
হয়তো বা হাঁস হবো - কিশোরীর - ঘুঙুর রহিবে লাল পায় 
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে। 
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে 
জলঙ্গীর ঢেউ এ ভেজা বাংলারি সবুজ করুণ ডাঙ্গায়। 

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। 
হয়তো শুনিবে এক লক্ষীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। 
হয়তো খৈয়ের ধান সরাতেছে শিশু এক উঠানের ঘাসে। 
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে 
ডিঙ্গা বায় - রাঙ্গা মেঘে সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে, 
দেখিবে ধবল বক; আমারে পাবে তুমি ইহাদের ভীড়ে।

Monday, August 6, 2018

বাংলার মুখ ( Banglar Mukh ) - জীবনানন্দ দাশ


বাংলার মুখ
            জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারী, ১৮৯৯, বরিশাল -  ২২ অক্টোবর, ১৯৫৪, কলকাতা, ভারত)

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ
খুঁজিতে যাই না আর : অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে
চেয়ে দেখি ছাতার মতন বড়ো পাতাটির নিচে বসে আছে
ভোরের দোয়েলপাখি - চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ
জাম  -বট  - কাঠালের  - হিজলের  - অশখের করে আছে চুপ ; 
ফণীমনসার ঝোপে শটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে ;
মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে
এমনই হিজল  - বট  - তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ
দেখেছিল; বেহুলার একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে  -
কৃষ্ণা দ্বাদশীর জোৎস্না যখন মরিয়া গেছে নদীর চরায় -
সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল, হায়,
শ্যামার নরম গান শুনেছিলো  - একদিন অমরায় গিয়ে
ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিলো ইন্দ্রের সভায়
বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিলো পায়।